শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে ডাকাতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৮, ২৪ জুলাই ২০২৫

আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে ডাকাতি 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার এক রাতে পৃথক ৬ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। 

বুধবার (২৩ জুলাই) রাতে আড়াইহাজার পৌরসভার দীঘলদি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল প্রথমে আখতার হোসেন ঢালী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ২ টি ল্যাপটপ, মোবাইলফোন ও মূল্যবান মালামাল লুট করে।

অপরদিকে, রাত ৪টার দিকে একই গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও ২ ভরি স্বরণালঙ্কার ও একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। 

এরপর জামান ডাক্তারের ভাড়াটিয়ার বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ১০ হাজার টাকা, সজল ভূইয়ার বাড়ি থেকে নগদ টাকাসহ এক ভরি স্বর্ণ ও নরিংদীর দুইটি বাড়িতে একইভাবে নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

ডাকার দলের প্রত্যেকের বয়স ছিল ২২ থেকে ২৮ বছরের মধ্যে। ‌ ডাকাতির সময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এসব ঘটনায় কেউ মামলা করেননি।