শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জান মালের কুরবানি ও আমলের মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে হবে : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২৫ জুলাই ২০২৫

জান মালের কুরবানি ও আমলের মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে হবে : আবদুল জব্বার

মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন যে, দ্বীনের বিজয়ের জন্য আগে জান মালের কুরবানি ও খালেছ নিয়ে উন্নত আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের প্রচেষ্টায় বরকত হবে না। 

তিনি বলেন যে, আমরা অফিসের জন্য,ব্যবসার উন্নয়নের জন্য ও চাকরির সফলতার জন্য যতটা পেরেশানি থাকি আল্লাহর প্রিয় হওয়ার ততটা পেরেশানি অনুভব করছি না। তাই আজ থেকে দ্বীন কায়েমের কাজের আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলতে পেরেশানি নিয়ে কাজ করতে হবে।

২৫ জুলাই শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর পূর্ব সাংগঠনিক থানার রুকন শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন , মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ ও থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ।