শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাইলস্টোন ট্রাজেডি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৮, ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি

আলোক প্রজ্জ্বলন কর্মসূচি

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জে শোকগাথা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে নিহত ও আহতদের স্মরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, মনি সুপান্থসহ আরও অনেকে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এর দায় কে নেবে? আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব শুনতে পাচ্ছি। এমনকি গণমাধ্যমেও নিহতের সঠিক সংখ্যা জানতে পারছি না। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বিরুদ্ধে নানা ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই বিমান দুর্ঘটনায় কোনো ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা জরুরি।”