শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যানার থাকলেও অস্তিত্ব নেই জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ জুলাই ২০২৫

ব্যানার থাকলেও অস্তিত্ব নেই জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের!

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পতনের পর দীর্ঘ দশ মাস পরেও দলীয় কার্যালয় তৈরি করতে পারেনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির।  ২০১৭ সালে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরবর্তীতে সেখানে মার্কেট হলে বিএনপির কার্যালয় বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনও সেই অফিস বুঝিয়ে দেয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের।

এদিকে সাবেক কার্যালয়ের স্থানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যালয় নামে বিশাল ব্যানার টানিয়ে রেখেছেন বিএনপি নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের পতনের পর কার্যালয়টি উদ্ধার করতে একাধিকবার পদক্ষেপ নেয়া হলেও এখনও সিটি করপোরেশন কার্যালয়টি বুঝিয়ে দেয়নি। দলের শীর্ষ নেতারা সোচ্চার হলে আরও আগেই কার্যালয়টি উদ্ধার করতে পারত বিএনপি।

এদিকে দীর্ঘ আট বছর যাবৎ কার্যালয় ছাড়াই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা। কার্যালয় ছাড়া কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট ও নিজস্ব অফিসে বসে দল পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতনের পরে এখনও নেতাকর্মীদের জন্য কার্যালয়ের ব্যাবস্থা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন দলটির সাধারণ কর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যক্রম বর্তমানে সিদ্ধিরগঞ্জের কয়েকটি রেস্টুরেন্টেই ঘুরে ফিরে আয়োজন করা হচ্ছে। কার্যালয় না থাকায় রেস্টুরেন্টেই পরিচিতি সভা সহ নানান কার্যক্রম পরিচালনা করছেন জেলা বিএনপির নেতারা। অন্যদিকে শহরের হোসিয়ারি সমিতি ও ব্যাক্তিগত চেম্বারে বসে দলীয় সভা করছেন মহানগর বিএনপির নেতারা। এতে বঞ্চিত হচ্ছেন দলটির সাধারণ কর্মীরা।

এর আগে ২০১৭ সালের মার্চ মাসে ডিআইটি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সেসময় কার্যালয় না ভাঙতে একটি মামলাও দায়ের করা হয়েছিল। সে মামলায় নাসিক জয়ী হলেও পরবর্তীতে স্বস্থানে বিএনপির কার্যালয় ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও ভবনটির দোকানগুলো ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে বলে জানা গেছে।