শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাড়ছে ফিটনেসবিহীন বাস, তদারকির দাবি যাত্রীদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২৩ জুলাই ২০২৫

বাড়ছে ফিটনেসবিহীন বাস, তদারকির দাবি যাত্রীদের

ফিটনেসবিহীন বাস

নারায়ণগঞ্জ শহর ও আশপাশের রুটে দিন দিন বেড়ে চলেছে ফিটনেসবিহীন বাসের সংখ্যা। পুরনো এসকল বাস প্রতিদিনই যাত্রী বহন করছে যান্ত্রিক ত্রুটি নিয়ে। এর ফলে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে আশঙ্কাজনক হারে।

শহরের বিভিন্ন রুটে চলাচলকারী বেশ কিছু বাসের শরীরেই ঝুলছে মরিচা, ভাঙা জানালা, ছেঁড়া সিট কাভার আর জোরে চললেই হেলেদুলে উঠা বডি। কিছু বাস থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে, যা পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর।

প্রতিদিন যাতায়াত করা এক নারী যাত্রী তাহমিনা বলেন, এইসব বাসে উঠলে মনে হয় কখন ব্রেক ফেল করবে কে জানে! অথচ এসবই দিনের পর দিন চলছে, কেউ কিছু বলে না।

ঢাকার একটি কলেজের ছাত্র মাহীন জানান, কিছু বাস তো দাঁড়াতে গেলে প্রচণ্ড আওয়াজ করে। আবার কখনও চলতে চলতে হঠাৎ থেমে যায়। পড়াশোনার সময় নষ্ট হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ।

ট্রাফিক বিভাগ ও পরিবহন কর্তৃপক্ষ বলছেন, নিয়মিত তদারকি করা হয়, কিন্তু শহরের তুলনায় জনবল ও সরঞ্জাম সীমিত। তাছাড়া অনেক পরিবহন মালিক ‘সুবিধাজনক উপায়ে’ নিয়ম না মেনেই গাড়ি চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে এখনই কড়া ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। পাশাপাশি প্রয়োজন যাত্রীসেবার মান উন্নয়ন ও কঠোর নজরদারি।

এদিকে সাধারণ যাত্রীরা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। ফিটনেস পরীক্ষার নামে কাগজে থাকলেও বাস্তবে কিছুই নেই। আমরা দ্রুত নজরদারি আর জবাবদিহিতা চাই।