শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে রাতের আঁধারে স্বামী-স্ত্রীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে রাতের আঁধারে স্বামী-স্ত্রীর ওপর হামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক দম্পতির ওপর রাতের আঁধারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রিপন মিয়া (৫০) রাতে বাড়ির বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের সেন্টু, কবীরসহ ৭–-৮ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলার ফলে রিপন মিয়ার দুই হাত ও দুই পায়ের হাড় ভেঙে যায়, বুকের পাজরেও আঘাত লেগে ভেঙে যায়।

স্বামীকে বাঁচাতে ছুটে গেলে স্ত্রী নুরজাহানও হামলাকারীদের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার ব্যাপারে আমরা অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”