শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে নৌ ডাকাত বরাত গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৩, ২৩ জুলাই ২০২৫

বন্দরে নৌ ডাকাত বরাত গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে বরাত (৩৫) নামে এক নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ। 

গ্রেপ্তারকৃত ডাকাত বরাত বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার এমদাত মিয়ার ছেলে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় বন্দর থানার চর ধলেরশ্বরী নদী থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, নৌ ডাকাত বরাত সকাল ১০টায় চর ধলেরশ্বরী নদীতে চাই দিয়ে মাছ ধরছিল। ওই সময় কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক ছালে আহাম্মদের নেতৃত্বে সঙ্গী ফোর্স উক্ত ধলেরশ্বরী নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নৌ ফাঁড়ী পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে।