শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৬, ২৩ জুলাই ২০২৫

বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

মানববন্ধন

বিদ্যুতের প্রিপেইড মিটারকে মরণ ফাঁদ আখ্যায়িত করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি অরাজনৈতিক সংগঠন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ ডিপিডিসি কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রাক্কালে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, এ টি এম কামাল, জাহাঙ্গীর কবির পোকন, মহিউদ্দিন মাহমুদসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রিপেইড মিটার হলো একটি মরণ ফাঁদ। এই প্রিপেইড মিটারে নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ আরো বাড়বে। আপনারা প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করবেন না। যদি জনগণের আপত্তি উপেক্ষা করে প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করলে নারায়ণগঞ্জবাসী হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিগত দিনে বিদ্যুৎ খাত থেকে ১৭ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। পরে ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।