
হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের জেলা প্রশাসনের আর্থিক অনুদান
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের অনেক ইচ্ছা আপনাদের জন্য যতটা করতে পারি। অনেক ঘটনা ঘটে যেখানে আমাদের থাকতে হয়। আমি বলতে চাই আমি আপনাদের পাশে আছি। ঘটনার পর সকলে বলেছে আমরা যেন আপনাদের পাশে দাঁড়াই। আমি নিশ্চিত আরও অনেকে আপনাদের পাশে দাঁড়াবে। আমি সেই অনুরোধ রাখছি।
বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় ক্ষতিগ্রস্থ পঁচিশ জন ব্যাবসায়ীকে ২৫ হাজার করে মোট ৬ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক।
এসময় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এমন ঘটনা ঘটবে আমরা কল্পনাও করিনি। আমরা চেয়েছি কীভাবে আরও দ্রুত আপনাদের পাশে থাকা যায়। কিন্তু যেভাবে বিমান দুর্ঘটনায় আমাদের নিষ্পাপ সন্তানগুলো আমাদের ছেড়ে চলে গেল এতে আমরা নির্বাক হয়ে পড়েছিলাম।
তিনি আরও বলেন, আজ পঁচিশটি ক্ষতিগ্রস্ত দোকানদারকে মোট ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা সাহায্য করবো। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও সুযোগ সুবিধার জন্য আমরা চেষ্টা করবো।
তিনি বলেন, আপনাদের কার কী পরিমাণ লোন তা আপনারা ভাল জানেন। আপনারা আবেদন করুন, আমি ব্যাংকগুলোর সাথে বসবো। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে সুযোগ থাকলে কীভাবে কম সুদে এটার ব্যাবস্থা করা যায় আমরা সেই চেষ্টা করবো।
এসময় মহানগর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মো: আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মো: মাইনুদ্দিন আহমদসহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।