শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভুমি জড়িপের নামে অবৈধ অর্থ আদায়, পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪১, ২৩ জুলাই ২০২৫

ভুমি জড়িপের নামে অবৈধ অর্থ আদায়, পুলিশে সোপর্দ

দুই সার্ভেয়ারকে পুলিশে দিলেন ছাত্র জনতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জড়িপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই সার্ভেয়ারকে ৬ ঘন্টা অবরুদ্ধর পর পুলিশে দিলেন সিদ্ধিরগঞ্জের ছাত্র জনতা।

অবরুদ্ধরা হলেন সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল। 

বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় দুপুর থেকে এখন পর্যন্ত প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধের পর পুলিশে সোপর্দ করে ছাত্র জনতা। 

ঘটনা স্থলে থাকা ভুক্তভোগী  শাহজালাল নামে এক জন বলেন আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি।  আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দেই তাদের।  তারা এখন আরও টাকা দাবি করে। 

এবিষয়ে আরেক ভুক্তভোগী কামাল মিয়া (৫৮) বলেন আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে তারা ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায় পরবর্তীতে আমি আমাকে বলে ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেওয়াতে আমার কাজ হয়নি তাই আজ আমরা এলাকাবাসী তাদেরকে অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিক ভাবে করে দেওয়ার জন্য। এবং যাদের থেকে টাকা নিয়েছে তাদের টাকা ফিরত দেওয়ার জন্য। 

হিরাঝিল ৪নং গলির বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ভুমি জরিপের কাজ করতে হলে ২০ হাজার টাকা লাগবে টাকা না দিলে কোনো কাজ হবে না। 

মো: মোতাহার হোসেন আমার বাড়ি দের কাঠা এই দের কাঠার জন্য ৩০ হাজার টাকা নিয়েছে। 

অবরুদ্ধ থাকা সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার বলেন, আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। এখানে কারা টাকা নিয়েছে তাও আমার জানা নেই। আমি কাউকে চিনি না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন,  ডিজিটাল সার্ভের নামে  অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী সহ আমরা ছাত্রজনতা অবরুদ্ধ করে রেখেছি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।  

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। অবরুদ্ধদের এবং ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে।  আমরা ঘটনার বিস্তারিত শুনে আইননুসারে পদক্ষেপ নেওয়া হবে।