রোববার, ২৭ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১০, ২৬ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাংখা ধারণ করতে পারেনি। গত একবছর ধরে তারা গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেঁটেছেন। এ কারণে মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গত এক বছরে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তাও বিপজ্জনক মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে।’

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকার নিজেকে ব্যর্থ করে তুলছে। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনের সরকার বিস্ময়করভাবে নিজেদেরকে দুর্বল ও  অকার্যকরী করে তুলছে।সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্টের আগেই দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে জাতীয় সমঝোতা সনদ সাক্ষর করতে পারব।’

সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,  রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, আনছার আলী দুলাল  বক্তব্য রাখেন। 
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন।