মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে জরিপ শেষে শিঘ্রই গ্রীন সিগনাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৮, ৪ অক্টোবর ২০২৫

না.গঞ্জে জরিপ শেষে শিঘ্রই গ্রীন সিগনাল

ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দলীয় একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের একক প্রার্থী চূড়ান্তের বিষয়টি এখনও কেন্দ্রীয় টেবিলে অবস্থান করছে। মাঠের সার্বিক রিপোর্ট বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানায় কেন্দ্রীয় নেতারা। 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে দলটি। এতে করে প্রার্থীরা ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে পারবেন। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পরে গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এক আসনে একজনকেই মনোনয়ন দেয়া হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদেরকেও চূড়ান্ত প্রার্থীর হয়ে মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। 

এতেকরে স্পষ্ট যারা দলের বাইরে গিয়ে কথা বলে তাদের জন্য দল চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এবং নারায়ণগঞ্জের আসন গুলোতে বিএনপি নেতাদের মধ্যে যা দেখা যায় সেটা খুবই লজ্জাজনক। নিজেরা নিজেদের পেছনে লেগে অসম্মান করে নানা সময় নানা কথা বলে পরিবেশ উত্তপ্ত করে যা দলের ভাবমূর্তি নষ্ট করছে বলে কেন্দ্র জানায়।

দলীয় সূত্র জানায়, এ প্রক্রিয়ায় সারা দেশে পাঁচ দফা জরিপ করেছে বিএনপি। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ চালানো হয়। আন্তর্জাতিক, সরকারি, বেসরকারি এবং মিডিয়া সূত্র মিলিয়েও সম্ভাব্য প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জরিপ হচ্ছে। কমিটি থেকে মতামত নেয়ার প্রক্রিয়া চলছে সেই সাথে মাঠ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে এখনই নির্দিষ্ট দিন-তারিখ বলা যাবে না।”

স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন। তবে একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই একক প্রার্থী নির্বাচন করা হবে। খুব শিগগিরই প্রার্থীদের মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে।”

সূত্র মতে, এবার মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে আন্দোলনে সক্রিয়, ত্যাগী, জনপ্রিয় ও ক্লিন ইমেজধারী নেতাদের প্রাধান্য দেবে বিএনপি। তরুণ প্রার্থীদেরও বড় চমক থাকতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেয়া সমমনাদের প্রায় ৫০টি আসন ছাড়ার চিন্তা করছে দলটি।

একজন শীর্ষ স্থানীয় বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “যারা গ্রিন সিগন্যাল পাবেন, তাদের দায়িত্ব হবে ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করা। জামায়াতে ইসলামী ইতিমধ্যে একক প্রার্থী ঘোষণা করে প্রচারণা শুরু করেছে। তাই আমরাও আনুষ্ঠানিকতার আগেই প্রার্থীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছি।”

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে সনাতন প্রক্রিয়ায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন তাকেই ধানের শীষের টিকিট দেয়া হবে।”

নারায়ণগঞ্জ জেলায় বিএনপির পাঁচটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। সদর-বন্দর (নারায়ণগঞ্জ-৫) আসনে সাবেক এমপি আবুল কালাম, মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান মাসুদসহ কয়েকজন আলোচনায় আছেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) নারায়ণগঞ্জ-৪ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতির মুহাম্মদ গিয়াস উদ্দিনের নাম আলোচনায় উঠে এসেছে। সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম। তরুণ প্রার্থী হিসেবে গিয়াস পুত্র সাদরিলেরসহ একাধিক তরুণ প্রার্থী নিজেদের অবস্থান মজবুত করছেন। 

আড়াইহাজার, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও বাকি আসনগুলোতেও বিএনপি ইতোমধ্যে মাঠ জরিপ করেছে। নেতাকর্মীদের প্রত্যাশা স্থানীয় জনপ্রিয়তা, ত্যাগী ভূমিকা ও আন্দোলনে সম্পৃক্ততাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হবে। সেই সাথে যারা বিগত বছর গুলোতে নানা প্রতিকূল পরিবেশে পেছনে থেকে দলকে টেনে নিতে সাহায্য করেছে তাদেরও মূল্যায়ন করবে দল। ফলে নারায়ণগঞ্জেও দলীয় প্রার্থীকে গ্রিন সিগন্যাল পেতে দেরি হবে না।