মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার এবং সামাজিক মর্যাদার বাংলাদেশ: বকুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৫, ৫ অক্টোবর ২০২৫

আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার এবং সামাজিক মর্যাদার বাংলাদেশ: বকুল

আগামী অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগামী অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরন করা হয়েছে। 

রবিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক হাটে ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে এ বুকলেট বিতরণ করেন
স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। তিনি কাইকেরটেক হাটে ক্রেতা বিক্রেতা, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া কামনা করে গণসংযোগ করেন। 

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা আমাদের বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের কথা হচ্ছে বিএনপির স্বার্থই আমাদের আগে। যেখানে দেশের স্বার্থ সেখানেই বিএনপি। যেখানে দেশের স্বার্বভোমই স্বাধীনতা সেখানেই বিএনপি। তিনি দৃঢ় কন্ঠে বলেছেন দিল্লী নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ। 

তিনি আরো বলেন, আমরা এমন কোন কাজ করবো না, আমরা সব সময় জনগণের সাথে থাকবো, জনগণকে সঙ্গে রাখবো। জনগনকে ভালবাসবো এবং জনগনের ভালবাসায় আমরা থাকবো। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার এবং সামাজিক মর্যাদার বাংলাদেশ। এই বাংলাদেশ পৃথিবীর মাথা উচু করে দাড়াবো সহমহিমায়।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক  জোটের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুলহাস, কাজী রোমেল, সাদ্দাম, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম প্রমুখ।