মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৫ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলের মোবারকশাহ সড়কের একটি পরিত্যাক্ত জায়গা থেকে ১টি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ২টি বোমা উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টায় এক অভিযানে এগুলো উদ্ধার করে বলে জানায় র‍্যাব। এ ঘটনায় রাতেই ঢাকা থেকে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। 

র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযানটি পরিচালনা করি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি যায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ ও ২টি বোমা উদ্ধার করি। পরে আমরা বিষয়টি আমাদের র‍্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে জানাই। তারা ঢাকা থেকে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোর রাত আনুমানিক পৌনে ৪টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি যায়গায় সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাসহ মামলার প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে। অস্ত্র, গুলি ও বোমাগুলো কারা সেখানে রেখে গেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।