
ফাইল ছবি
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আড়াইহাজার উপজেলায় শুক্রবার রাত ১২টার পর থেকে মেঘনা নদীতে সব ধরনের ইলিশ মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
আড়াইহাজার উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার জানান, নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ—পুলিশ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে যৌথ অভিযান শুরু করা হয়েছে। প্রথম দিনে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদিন সরকার. মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যরা।