মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ৩ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৩, ৫ অক্টোবর ২০২৫

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ৩ চোর আটক

তিন চোর আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন মছলন্দপুর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়া (৩০), একই এলাকার আবুল কাশেমের ছেলে মামুন মিয়া (২৮) এবং বিষনাদী এলাকার ওসামান মিয়ার ছেলে রফিক মিয়া (৩৫)। তবে তাদের সহযোগী বকুল মিয়া পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে চারটার দিকে চোরেরা ট্রান্সফরমারের তার কেটে খুলে নেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। এসময় তাদের হেফাজত থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়।

গণধোলাইয়ে আহত স্বপন মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুই আসামি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

সোনারগাঁ থানা ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় বারদী সাব-জোনাল অফিসের এজিএম মাজাহারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে পাঠানো হবে।