মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৮, ৫ অক্টোবর ২০২৫

মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ 

জামায়াতে ইসলামীর গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে ৪ অক্টোবর শনিবার বাদ আসর নাসিক ২০ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়েছে।

উক্ত গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য  মাওলানা ওমর ফারুক বলেন তারুণ্যের নতুন বন্দোবস্তের ভোটের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফের প্রতীক হিসেবে এই আসনকে ব্যাপক উন্নয়ন ও কর্মযজ্ঞের মধ্য দিয়ে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া হবে। 

গণসংযোগে আরো বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর  সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন, তিনি তার বক্তব্য বলেন সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্ব বাছাই করতে নারায়ণগঞ্জের পাঁচ আসনের জনগণ উন্মুখ হয়ে আছে।  দুর্নীতি মুক্ত ও উন্নয়নের সঠিক ফলাফল বুঝে নেয়ার জন্য মাওলানা মঈনুদ্দিন আহমাদের কোন বিকল্প নেই।
বন্দর থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি কাজী মামুনের নেতৃত্বে গণসংযোগটি নাসিক ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা, দরি সোনাকান্দা মাহমুদপুর বেপারি পাড়া হয়ে হাজীপুর বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।