মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬, ৫ অক্টোবর ২০২৫

ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

গণস্বাক্ষর কর্মসূচি

বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নকে সমৃদ্ধিশালী করতে দ্রত ব্রিজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

৪ অক্টোবর শনিবার দুপুরে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নকে নারায়গঞ্জের সাথে যাতায়াত সহজতর করতে ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার |

এসময় তিনি বলেন এই ব্রিজের জন্য অনেক সময় মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হয় বিশেষ করে যারা রোগী তাদের ব্রিজ না থাকার কারণে সময় মত হাসপাতালে নেওয়া যায় না এতে করে অনেকেই পথে মৃত্যুবরণ করেন। তাই এখানে একটি ব্রিজ খুবই জরুরী। 

তিনি আরো বলেন আমি কিছুদিন আগে বক্তাবলী বাজারে এসে বক্তাবলী বাজারের রাস্তাটি সংস্কারের ব্যাপারে বলে গিয়েছিলাম উপজেলা নিবার্হী অফিসার বরাবর আপনাদের স্বাক্ষরের মাধ্যমে আবেদনের পর তার নিকট সুপারিশ করার পর এই রাস্তাটি করে দেওয়ার জন্য পাশ করা হয়েছে দ্রুত কাজ করা হবে।

গণসংযোগকালে তিনি মধ্যনগর দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসা  সহযোগিতা প্রদান করেন এরপর আকবরনগর ও প্রতাপনগরেও গণসংযোগ করেন উক্ত গন সংযোগগুলোতে লোকজনকে দাঁড়িপাল্লা  মার্কায় ভোট দিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান করেন। ফতুল্লা দক্ষিন থানা আমির মাওলানা নুরুল হক, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল করিম খান, থানা তারবিয়াত সেক্রেটারি আবু হানিফ ভূঁইয়া, থানা শ্রমিক কল্যাণ সম্পাদক নুরুল আমিন ইউনিয়ন আমীর আবু বকর সিদ্দিক, সেক্রেটারি নাসির উদ্দিন, প্রফেসর সাইদুর রহমান বাচ্চু, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক আবু সাঈদ, সেক্রেটারি আবু সাঈদ, প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।