 
						জাহিদ হাসান রোজেল
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল বলেছেন, শাহ্ আলম ভাইয়ের সাথে সকল সময়ে সকল নেতৃবৃন্দের যোগাযোগ ছিল। আজ এই ফতুল্লা বিভিন্ন ব্যানার ফেস্টুনে ভরে গেছে, যাদের নিজস্ব বাহিনী ছাড়া সাধারণ মানুষের সাথে যোগাযোগ নেই। আজ শাহ্ আলম ভাই একটি ইউনিয়নের মতবিনিময় করছেন। এখানে সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতি প্রমান করে যে শাহ্ আলম ভাই ফতুল্লার মাটি ও মানুষের নেতা।
শুক্রবার (৩১ অক্টোবর) ফতুল্লায় তার বাসভবনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ্ আলমের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা শাহ্ আলম ভাইকে ফতুল্লার এমপি হিসেবে দেখতে চাই। আমরা শাহ্ আলম ভাইয়ের পাশে থাকবো। আমাদের আকাঙ্খা শাহ্ আলম ভাই একটি নির্বাচন করবে। আমরা তাকে বিজয়ী করে আনবো।
তিনি আরও বলেন, অনেকে অনেক মেসেজ পেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজ কুতুবপুর দিয়ে মতবিনিময় সভা শুরু করছি, আলীরটেক দিয়ে শেষ করবো। আমরা সকল ইউনিয়নে মতবিনিময় সভা করবো। আমরা সবসময় শাহ্ আলম ভাইয়ের পাশে থাকবো।


 
										 
										 
										 
										 
										 
										 
										