শনিবার, ০১ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমবায়ের আরও ভূমিকা রাখা উচিত: হাতেম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২২, ১ নভেম্বর ২০২৫

সমবায়ের আরও ভূমিকা রাখা উচিত: হাতেম

মোহাম্মদ হাতেম

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, নারায়ণগঞ্জ বিসিক সমবায় সমিতি বাংলাদেশের অন্যতম বড় ও সবচেয়ে বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এখানে ৫৬০টি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ২ লক্ষ ৬০ হাজার মানুষ কর্মরত রয়েছে। বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে এত লোক কর্মরত রয়েছে বলে আমার মনে হয় না। এই সমিতির সদস্যরা বছরে সরাসরি তিন হাজার কোটি ও ইন্ডাইরেক্টলি আরও দুই হাজার কোটি টাকা রপ্তানি করে থাকে। প্রায় পাঁচ হাজার কোটি টাকা রপ্তানির সাথে আমাদের এই সমিতি জড়িত।

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যখন শুরু করি তখন অনেক সমস্যা ছিল। এখানে অবৈধ দোকান ছিল, সন্ত্রাসীদের আড্ডা ছিল, চাঁদাবাজি ছিল। আমরা যখন গিয়েছি ওই যে দশের লাঠি একের বোঝা এটাই মূল মন্ত্র। আমরা যখন একসাথে হয়েছি তখন তারা পালিয়েছে। এটাই সমবায়ের মূল মন্ত্র।

তিনি আরও বলেন, আমি আমার ছোটবেলায় আব্বার সাথে ভাল সম্পর্ক ছিল আক্তার হামিদ খান সাহেবের সাথে। তিনি ১৯৭০ সালে আমাদের বাসায় এসেছিলেন। তখন থেকে প্রতিটি গ্রামে সমবায় সমিতি গড়ে ওঠে। এটি একটি বিশাল বৈপ্লবিক পরিবর্তন। 

তিনি বলেন, সমবায়ের আরও ভূমিকা রাখা উচিত। আমার মনে হয় সেখানে ভাটা পড়েছে। বিশেষত গ্রামে-গঞ্জে যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব৷ আপনারা যদি সেখানে মনোযোগ দেন তাহলে অর্থনীতি আরও এগিয়ে যাবে।