ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুকে দেখা যাচ্ছে, একের পর এক পোস্টে লেখা “ধন্য মোরা ধন্য, দিপু ভুঁইয়ার জন্য”।
এই স্লোগান ঘিরে এখন উচ্ছ্বসিত রূপগঞ্জের বিএনপি-সমর্থকরা। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে নিয়ে সাধারণ মানুষের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের চাওয়া পাওয়া নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিপু ভূঁইয়া। গতকাল রাত থেকেই রূপগঞ্জের শত শত কর্মী ও সমর্থক দিপু ভুঁইয়ার ছবি ও নামসহ নানা ধন্যবাদসূচক পোস্ট দিতে শুরু করেন।
জানা গেছে, নির্বাচনকে ঘিরে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন দিপু ভূঁইয়া। নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন তিনি।

