বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৪, ৩০ অক্টোবর ২০২৫

ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না

বিএনপির সভা

ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না। আগামী সংসদ নির্বাচনের মনোনয়নক কেন্দ্র করে অনেক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন। কেউ কেউ ইষাণির্¦ত হয়ে একে অপরের বিরুদ্ধে অপ প্রচার করছেন। এতে বিএনপি দূর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। 

বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশী। সকলেই বিএনপি ধানের শীষ প্রতীকের জন্যই মাঠে, ঘাটে, উঠান বৈঠক ও জনসভায় ভোট চাইছেন। কেউ অন্য কোন প্রতীকের জন্য ভোট চাইছেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনৈক্য থাকবে। সকলেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।  

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁ পৌরসভা  যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ পৌরসভা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,  পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুথ। এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।