ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় নারায়ণগঞ্জ জেলা আদালতের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবুও তাকে আসামি করা হয়েছে। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। তাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্যই এমনটা করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ আইনজীবীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

