ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন বলেছেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফা বাস্তবায়নে আমরা গ্রামে গ্রামে যাচ্ছি। সেই সুবাদেই আমি এই গ্রামে আসি। এসে দেখি এই এলাকার রাস্তার বেহাল দশা। আমাদের ৩১ দফার আলোকে আমরা মনে করি আমাদের প্রথম কাজ হবে এই এলাকার রাস্তাটা সংস্কার করা। সেকারণেই আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করেছি এবং এই রাস্তাটি সংস্কার হচ্ছে।
শনিবার (১ নভেম্বর) রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা আশা করি এই এলাকার মানুষ এটাকে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হিসেবে এ কাজকে স্বাগত জানিয়েছে। এই এলাকায় আরও যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় আমাদের কাছে আসলে আমরা এগুলো করে দেয়ার জন্য এগিয়ে আসবো।
এ রাস্তাটি হলে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। কাঞ্চন পৌরসভার একুশ বছরের গ্লানিও মুছবে বলে আমি আশাবাদী।

