সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ বুধবার রাত থেকে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৩, ২৭ অক্টোবর ২০২৫

না.গঞ্জে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ বুধবার রাত থেকে

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়ন এলাকায় আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তিতাস জানায়, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ-ডেমরা এবং নরসিংদী-সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইনের মধ্যে হরিপুর টিবিএস এলাকায় যাবতীয় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এজন্য তিতাস গ্যাস নিয়ন্ত্রিত এলাকার টিবিএস, সিজিএস ও ডিআরএস স্টেশনসমূহ থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসময় গ্রাহকদের ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়ে তাদের সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস।