ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয় আজ শনিবার বাদ মাগরিব ১নং রেল গেইট নগর কার্যালয়ে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসেন ও সমন্বয়কারী এইচ এম মিরাজুল ইসলাম।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, নির্বাচন এলেই বিভিন্ন মহল মুসল্লির বেশ ধরে জনগণের কাছে ভোট চায়। আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাও মদিনা সনদ বাস্তবায়নের বুলি আওরিয়ে সাধারণ জনগণকে ধোঁকা দিয়েছে। আমরা এরকম ধোঁকায় কেউ গাভাসাবো না। আম খেতে চাইলে আম গাছ লাগাতে হয়। মাদার গাছ (কাটাযুক্ত) লাগিয়ে আম আশাকরা বোকামি বৈ নয়।
পবিত্র কুরআন ও হাদিসের নীতি আদর্শ অনুসরণ করে ইসলামী আন্দোলন রাজনীতি করে। সুতরাং নবী ও খোলাফায়ে রাশেদার দেখানো আদর্শ অনুযায়ী সুখী, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে ইসলামী আন্দোলন বদ্ধপরিকর।

