সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের প্রার্থীদের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন তারেক রহমান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ২৬ অক্টোবর ২০২৫

না.গঞ্জের প্রার্থীদের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন তারেক রহমান 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের সাথে আগামীকাল ভার্চুয়াল বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৬ অক্টোবর) বিএনপির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি বৈঠকে কথা বলবেন তারেক রহমান। বৈঠক থেকে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগনাল দেয়া হতে পারে। 

এর আগে চলতি মাসের শুরুর দিকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে পাঁচটি পৃথক জরিপ চালিয়েছে বিএনপি। আগের মতো এবার শুধু সিনিয়রিটি বা কেন্দ্রীয় সম্পর্ক নয়, মাঠের বাস্তবতা ও জনগণের পছন্দই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তারেক রহমানের কাছে এখন প্রতিটি আসনের বিস্তারিত রিপোর্ট রয়েছে। যাদের সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে এবং যারা জনগণের কাছে গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তারাই এই কাঙ্ক্ষিত ফোনকল পাচ্ছেন।’