শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষ ইসলামী রাষ্ট্র দেখতে চায়: মইনুদ্দিন আহমাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০১, ৩০ অক্টোবর ২০২৫

মানুষ ইসলামী রাষ্ট্র দেখতে চায়: মইনুদ্দিন আহমাদ

জামায়াতে ইসলামীর গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব সন্ধ্যায় শহরের ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
গণসংযোগটি শুরু হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা রেলওয়ে মসজিদ (ডিআইটি মসজিদ) থেকে। এরপর নেতা-কর্মীদের নিয়ে তিনি রেলওয়ে কলোনির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় প্রার্থীর সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানে স্লোগানে এলাকাটি মুখরিত হয়ে ওঠে এবং তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।
গণসংযোগ শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায়। তার-ই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সব দল দেখা শেষ,জামায়াতে ইসলামীর বাংলাদেশ। তিনি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, এই নারায়ণগঞ্জে ভাই, চাচা-চাচী,ভাতিজা, আপা কতো কিছুই দেখেছেন। কিন্তু কোনো উন্নয়ন দেখেননি। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর কোনো জালেমের রাজত্ব কায়েম দেখতে চায়না। জামায়াতে ইসলামী আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে।তিনি আরও বলেন, আপনারা একটি ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাবেন। তাহলেই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মান হবে। 

গণসংযোগে থানা সহকারী সেক্রেটারি রশায়েদ তমালের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যানের সদর থানা সভাপতি এরশাদ খান সহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা জনগণের কাছে প্রার্থীর পরিচয় তুলে ধরেন এবং বিভিন্ন লিফলেট বিতরণ করেন।