সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের আজ বার্তা দেবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৩, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৩৭, ২৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের আজ বার্তা দেবেন তারেক রহমান

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

দলের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এ বৈঠকে মূলত যেখানে প্রত্যাশীদের নির্বাচনী প্রস্তুতি ও দলীয় নির্দেশনা জানানো হবে। মনোনয়ন প্রক্রিয়া, মাঠ পর্যায়ের সাংগঠনিক অবস্থা ও কেন্দ্রীয় কৌশল বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, বৈঠকে নারায়ণগঞ্জের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কেউ কেউ চূড়ান্ত প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পেতে পারেন।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা গণসংযোগ, কর্মীসভা ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলে আজকের বৈঠককে কেন্দ্র করে তাদের মধ্যে রয়েছে বাড়তি প্রত্যাশা।

ফতুল্লা, রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও শহরকেন্দ্রিক পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীরা আজ সকাল থেকেই ঢাকায় যাচ্ছেন। অনেকেই দলীয় অফিসে নিজস্ব সমর্থকদের নিয়ে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে নেতাদের একা আসার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

বিএনপির একাধিক স্থানীয় নেতা জানিয়েছেন, তারেক রহমানের এ বৈঠক থেকেই প্রার্থীদের জন্য স্পষ্ট নির্দেশনা মিলবে। কীভাবে গণসংযোগ চালাতে হবে, প্রচারণায় কোন বার্তা তুলে ধরতে হবে এবং সংগঠনের ভেতরে ঐক্য ধরে রাখার বিষয়েও আলোকপাত করা হবে।

জানা গেছে, আজকের আলোচনার পর নারায়ণগঞ্জের বেশ কয়েকটি আসনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে নারায়ণগঞ্জ বিএনপির জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ।