বিশেষ প্রার্থনা
শ্রীশ্রী জগদ্ধার্থী পুজা উপলক্ষে নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত সকলের দ্রুত রোগমুক্তি এবং এই রোগে আক্রান্ত হয়ে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রার্থণায় স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রার্থণার সময় মন্দিরের প্রধান পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আগত মানুষদের সঙ্গে একযোগে প্রার্থনা করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সম্প্রদায়ের সকল অসুস্থ রোগীদের সুস্থতা কামনা করেন। মন্দির পরিচালনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের সমস্ত আয়োজন সম্পন্ন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা একত্র হয়ে মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনায় অংশ নেন। মন্দিরের আয়োজনে বিভিন্ন ধর্মীয় সঙ্গীত ও মন্ত্রপাঠের মাধ্যমে প্রার্থণা অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও ধর্মময় পরিবেশে সম্পন্ন হয়।
মন্দির সূত্রে জানা যায়, এই ধরনের প্রার্থণা অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র রোগমুক্তি কামনা নয়, বরং সামাজিক সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যকর জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করাও মূল লক্ষ্য। প্রার্থণার শেষে উপস্থিতরা একে অপরের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং রোগমুক্তি ও শান্তির জন্য দোয়া করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ রোগমুক্তি কামনার পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্যবদ্ধতা ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্দিরের আয়োজনে প্রার্থণা অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং একে অপরের প্রতি মানবিক দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে।

