শনিবার, ০১ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলুম নির্যাতনকে জামায়াত ভয় পায়না: আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০১, ৩১ অক্টোবর ২০২৫

জুলুম নির্যাতনকে জামায়াত ভয় পায়না: আবদুল জব্বার

মাওলানা আবদুল জব্বার

দেশের মানুষের কল্যানে নিবেদিত হয়ে কাজ করবে জামায়াতে ইসলামী। বিগত দিনে স্বৈরাচারী সরকার হাসিনার জুলুম নির্যাতন, নেতৃবৃন্দের শহীদের মধ্যে দিয়ে যে ত্যাগ জামায়াত ইসলামী করেছে। এখন নতুন করে আর কোন স্বৈরাচারীর রক্ত চুক্ষুকে জামায়াত নেতৃবৃন্দ ভয় পায়না। ৩১ অক্টোবর শুক্রবার বাদ আসর গোগনগর ইউনিয়নের সুকুৃৃমপট্রি এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

তিনি আরো বলেন, এই সমাজ একমাত্র আল্লাহর কুরআন দিয়েই পরিবর্তন করা সম্ভব।

শতাধিক জামায়াত নেতা কর্মী নিয়ে মহানগর কর্ম পরিষদ সদস্য সাইফুদ্দিন মনিরের নেতৃত্বে দক্ষিণ থানা আমীর খলিলুর রহমানের উপস্থিতিতে দাঁড়িপাল্লা মার্কায় স্লোগানে গণসংযোগটি মুখরিত হয়।  এসময় আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয় সভাপতি  আক্তার হোসাইন প্রমূখ।