 
						শাহ্ আলম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলম বলেছেন, আমরা সবাই বিএনপি। আমি বিএনপি নেতাকর্মীদের পাশে অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকবো। কিছু কুচক্রী মহল বলে বেড়ায় উনি তো পদত্যাগ করেছেন। সেই প্রসঙ্গে আমি বলতে চাই আপনারা জানেন দলের একটি নির্দেশ ছিল, এক নেতা এক পদ। আমি দীর্ঘদিন ফতুল্লা থানার প্রেসিডেন্ট ছিলাম। আমি পদ ধরে রাখার লোক নই। আমি চেয়েছিলাম নতুন নেতৃত্ব তৈরি হোক। আমি কেন্দ্রীয় কমিটির পদ রেখেছি।
শুক্রবার (৩১ অক্টোবর) ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ আলম তার নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ২০১৮ সালে যখন আন্দোলন সংগ্রাম তুঙ্গে তখন নেতাকর্মীদের আমি আগলে রেখেছি। আমি দল ও নেতাকর্মীদের ভালবাসি। তাই আমি আপনাদের আগলে রাখার চেষ্টা করেছি। আন্দোলন করেছি বলেই তো আমার বিরুদ্ধে ২৪টি মামলা। আমার মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। আমি দীর্ঘদিন আমার ফ্যাক্টরিতে আসতে পারিনি। তাও আমি আমার দলের নেতাকর্মীদের ছেড়ে যাইনি।
তিনি আরও বলেন, আমার ওপর কী জুলুম অত্যাচার হয়েছে আপনারা জানেন না। সব উপেক্ষা করেই আমি আমার দলকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার নেতা তারেক রহমান বলেছেন প্রার্থী বাছাইয়ে তিনি কী কী গুরুত্ব দিবেন। তিনি বলেছেন ক্লীন ইমেজের লোক, যারা দখলবাজি চাঁদাবাজির সাথে জড়িত নয় তারাই মনোনয়ন পাবে। আমি ২০০৮ সালে মনোনয়ন পেয়েছি ২০১৮ সালেও দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে এবারও আমি মনোনয়ন পাবো।
পাঁচ আগষ্টের পর বিএনপি নামধারী যারা অত্যাচার করেছে এমন হাজার হাজার লোককে তারেক রহমান বহিষ্কার করেছে। বিএনপি ভাল মানুষের দল। সন্ত্রাস, চাঁদাবাজদের দল বিএনপি নয়।
আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যাবসায়িকে প্রশ্রয় দেবো না। এটা আমার অঙ্গিকার। আমি আমার জীবনে কোনদিন থানায় ফোন দিয়ে তদবির করিনি। আমি কাউকে মিথ্যা মামলা ও অপবাদ দেইনি। আমি এমপি হলে কারও কাজে হস্তক্ষেপ করবো না। আমি নিজের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করবো। আমার বাহিনী নেই, আমি প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবো না।
আমি এমপি নির্বাচিত হলে চেষ্টা করবো ফতুল্লা ও কুতুবপুরকে নিয়ে একটি থানা ও বাকি ইউনিয়নগুলোকে নিয়ে একটি থানা করতে। আলীরটেক ও গোগনগর বাসীকে বলতে চাই এই দুটি ইউনিয়ন নতুন ভাবে সংযুক্ত হয়েছে। আমি তাদের বিশেষ ভাবে সহযোগীতা করবো। আমি আফিয়া জালাল ফাউন্ডেশন দিয়ে দীর্ঘদিন যাবৎ আমি কাজ করেছি।
জলাবদ্ধতার জন্য আমি এই এলাকায় পাম্প করে দিয়েছিলাম। আল্লাহ আমাকে এমপি বানালে আমার প্রধান কাজ হবে ফতুল্লার জলাবদ্ধতা দূর করা। আমি চেষ্টা করবে মাদক ও চাঁদাবাজি থেকে আমার এলাকার মানুষদের রক্ষা করতে। আমি আখের গোছাতে আসিনি। কেউ বলতে পারবে না কারও একটি টাকা আমার পরিবার লুন্ঠন করেছে। আমরা সমাজের জন্য দীর্ঘদিন যাবৎ করে আসছি এবং করতে চাই। এজন্যই তো আপনারা আমাকে ভালবাসেন। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেটা ফয়সালা করবেন আমি সেটা মেনে নেবো। আমি প্রতিটি ওয়ার্ডে যাবো, সকলের সাথে আমি কথা বলবো। এখানে অনেকে এসেছে আমি খুশি হয়েছি। সকলে দেখুক, শাহ্ আলমকে মানুষ ভালবাসে।


 
										 
										 
										 
										 
										 
										 
										