
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের দুই মনোনয়ন প্রত্যাশী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার প্রদান করেছেন।
এসময় তাদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বার্তাসহ দলের হাই কামন্ডের নেতাদের প্রানবন্ত আলোচনা হয়।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সাক্ষাৎকার দেন।
এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই নেতার বিষয়েই পৃথক তিনটি সংস্থার সার্ভে করে বিএনপি। এসকল সার্ভে থেকে দুই নেতার বিষয়েই ইতিবাচক তথ্য উঠে এসেছে। দুজনেরই রূপগঞ্জের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।
এসময় দলের পক্ষ থেকে সামনে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে কঠোর নির্দেশনা দেয়া হয় দলের পক্ষ থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানায় শীর্ষ নেতারা।
এসময় দলের মনোনয়ন যাকেই দেয়া হোক ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন দিপু ভূঁইয়া ও কাজী মনির।