গোলাম ফারুক খোকন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে দোয়া করছে। তারই অংশ হিসেবে রূপগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীসহ আপামর জনতা এখানে উপস্থিত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
খোকন বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে মেরে ফেলার পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার। আমরা যারা জেল খেটেছি আমরা কথা বলার লোক পেতাম। কিন্তু বেগম খালেদা জিয়া কথা বলারও লোক পাননি।
তিনি আরও বলেন, আজ খালেদা জিয়ার হাতের যে অবস্থা। তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে। এই দেশের মাটিতেই আওয়ামী লীগের বিচার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি ছেড়ে যাননি। আরাফাত রহমান কোকোকে মেরে ফেলা হয়েছে, তারেক রহমানের হাড় ভেঙে দেয়া হয়েছে। তবুও তিনি আপোষ করেননি। তিনি বলেছেন দেশের বাইরে আমাদের কোন প্রভু নেই। বাংলাদেশের মাটি ও মানুষের কথা ভেবেছেন, নিজের ছেলের কথাও তিনি ভাবেননি। বাংলাদেশের মানুষকেই তিনি সন্তান হিসেবে দেখেছেন।

