খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন হাজারো মানুষ। ধর্মীয় আচার, তিলাওয়াত ও মোনাজাতের পুরো সময়জুড়ে মাঠে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। প্রার্থনার শব্দ ও মুসল্লিদের হাত তুলে মিনতি, সব মিলিয়ে পুরো মাঠে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর আবেগ ছড়িয়ে পড়ে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। শিশু, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ভরে ওঠে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক দোয়া মাহফিলে রূপগঞ্জে অনেক জনসমাগম হয়েছে। তবে এদিনের চিত্র ছিল ব্যতিক্রম, যেখানে মানুষের অনুভূতি ছিল স্পষ্ট।
মাদ্রাসার শিক্ষক, আলেম ও স্থানীয় ইমামদের নেতৃত্বে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। আয়োজনে তিলাওয়াত এবং দীর্ঘ মোনাজাত হয়। মোনাজাতের শেষ মুহূর্তে হাজারো হাত উঠে যায় আকাশের দিকে। খালেদা জিয়ার জন্য দোয়ায় মানুষের চোখ ভিজে ওঠে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি বলেন, আজ আমরা সবাই এক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে সমবেত হয়েছি। তিনি অসুস্থ মানেই পুরো দেশের প্রাণশক্তি ব্যথিত। তাঁর সুস্থতা দেশের স্বস্তি।
তিনি আরও বলেন, আল্লাহ যাকে সম্মান দেন, তাকে মানুষের হৃদয়েও জায়গা করে দেন। মানুষ আজ অশ্রুসজল চোখে তাঁর জন্য প্রার্থনা করছে, এটাই তাঁর প্রতি আল্লাহর দেওয়া সম্মান।
দোয়া মাহফিলে তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন, নির্বাচন দেখবেন এবং আবারও জনগণের ভালোবাসায় সম্মানিত হবেন।
দোয়া মাহফিলে একাধিক অংশগ্রহণকারী জানান, আমরা শুধু একটি প্রার্থনাই করেছি, খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

