ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইট ভাটায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুনে ইট ভাটার শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর পুড়ে গেছে ।
রবিবার (৩০ নভেম্বর) রাতে ভুলতা এলাকায় এই ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাতে ভুলতা এলাকায় আব্দুল আজিজের মালিকানাধীন এস এস আর বি ইট ভাটায় শ্রমিকদের থাকার একটি টিনের ঘরে হটাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন জ্বলে উঠে মুহূর্তেই আগুন আশে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইট ভাটায় থাকা শ্রমিকদের ২০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে তবে কোনও হতাহতের ঘটনা ঘটে নি।

