সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কড়ইতলায় ওরশের নামে বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ১ ডিসেম্বর ২০২৫

কড়ইতলায় ওরশের নামে বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরশের নামে চলমান বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন তৌহিদি জনতা। 

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের কড়ইতলা তালতলা বাজার সংলগ্ন আড়াইহাজার-বিশনন্দী ফেরিঘাট সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কড়ইতলা এলাকার একটি মাজারে ওরশের নামে গান-বাজনা, মদপান, জুয়ার আসর, মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব কর্মকাণ্ডের ফলে স্থানীয় যুবসমাজসহ নারী-পুরুষ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। ওরশের নামে অনৈতিক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা এবং তৌহিদি জনতার পক্ষ থেকে ভবিষ্যতে অসামাজিক কাজ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন গোপালদী বাজার মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহী, শানে সাহাবা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শানে সাহাবা আড়াইহাজার উপজেলার প্রচার সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ কাসেমী এবং বিশনন্দী কড়ইতলা মসজিদের ইমাম রেজাউল করিম। মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা অংশ নেন। 

এর আগে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অসামাজিক কার্যকলাম বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এদিকে মনববন্ধন চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আগামী ৫,৬,৭ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের বিল্লাল ফকিরের বাড়িতে তিন দিনব্যাপী বাউল গান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।