সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৪, ১ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের দোয়া

দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলহাজ্ব মো: শাহ আলমের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়ণ বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, ফতুল্লা থানা বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু, মোস্তাফিজুর রহমান রুমি চেীধুরী, এড. মশিউর রহমান শাহিন, আবুল হোসেন, আবুল বাসার জামান, মিছির আলী, মাজহারুল ইসলাম,নাছির উদ্দিন সাগর,মান্নান মোল্লা, সাবেক ছাত্র নেতা জিয়াউল হক জিয়া, কাজী আরিফ,আব্দুল কাদির, শ্রমিক দল নেতা মো. হানিফ, আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন আনু সহ ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ টি ওয়ার্ড এর নেতাকর্মীবৃন্দ।

মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত দোয়া পরিচালনা করেন, ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা ইকবাল হোসেন।