দোয়া ও মিলাদ
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু’র আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরের ১৬নং ওয়ার্ডের দেওভোগ বড় মসজিদ (শুক্কুরকারী জামে মসজিদ) এ দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে দোয়া চান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল।
মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা আবুল হোসেন সরদার, মোহাম্মদ হোসেন কাজল, সোলেমান সরকার, মনির হোসেন, মনসুর উদ্দিন পলিন, হাজী রফিউদ্দিন সোহেল, পারভেজ আলম, মোঃ সুজন মাহমুদ, পাপ্পু আহমেদ, আসাদুজ্জামান, তোফাজ্জল হোসেন, আজিজুল হক, মনির মৃধুল ও আলম চান সহ নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, জীবন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। মহান আল্লাহ কাছে আমাদের সকলের দোয়া ছাড়া কোন কিছু নেই। চিকিৎসকরা তাকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখনো বেগম জিয়া কোনো কন্ডিশনে ফিরে আসেনি। তাই নারায়ণগঞ্জ সহ জাতির কাছে দোয়া চাই, তিনি যেন আমাদের কাছে দ্রুত ফিরে আসেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বেগম খালেদা জিয়া সঙ্কাটপন্ন অবস্থা থেকে ফিরে আনতে ইতোমধ্যে ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি এখন চীনের ডাক্তাররা যুক্ত হয়েছেন। মহান আল্লাহ কাছে আমার দোয়া চাই, নেত্রীকে যেন আমাদের কাছে ফিরে দেন, আমিন।
উল্লেখ্য, চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

