ফাইল ছবি
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে আব্দুল আজিজ নামে একজন রোহিঙ্গা নাগরিক।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।
পাসপোর্ট করতে আসা ব্যক্তির পরিচয় যাচাই করতে গিয়ে বিষয়টি জানাজানি হয় এবং পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, ঘটনার সময় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসে উপস্থিত হন। তিনি নিজেকে মুন্সিগঞ্জের জাতীয় পরিচয়পত্রধারী এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। নিজের পরিচয় হিসেবে তিনি হাফেজ পরিচয়ও উল্লেখ করেন এবং আবেদন ফরমে সেই তথ্য যুক্ত করেন। কিন্তু কথাবার্তা, আচরণ ও বিভিন্ন অসংগতির কারণে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তার প্রতি সন্দেহ প্রকাশ করেন।
সন্দেহজনক আচরণের প্রেক্ষিতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থী তালিকা যাচাই করে দেখেন যে তার আসল নাম আজিজ খান এবং তার পিতা সালামত খান। যাচাই-বাছাইয়ের পর তিনি যে রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত রয়েছেন সেটি নিশ্চিত হয়। এরপর তাকে আটক করে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশকে অবহিত করা হয়।
ফতুল্লা থানার উপ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন তিনি টাকা দিয়ে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছিলেন এবং সেগুলোর ভিত্তিতে পাসপোর্ট নিতে অফিসে এসেছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

