বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও বোমা উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩১, ১০ ডিসেম্বর ২০২৫

পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও বোমা উদ্ধার 

ফাইল ছবি

ঢাকার হাজারীবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় র‍্যাব-১১।

এর আগে গতকাল রাতে ঢাকার জেলার হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, পাঁচটি ককটেল এবং পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটানা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে।

র‍্যাব-১১ জানায় সম্প্রতি নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব অভিযান আরও জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত তারিখ ও সময়ে ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বর্ণিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে র‍্যাব-১১।