প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে আড়াইহাজারে মাথা বিহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত লাশটি একজন যুবকের যার আনুমানিক বয়স (৩৫) বলে জানায় পুলিশ। লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে সকলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজনের ধারণা, কোন দুষ্কৃতিকারীরা অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে লাশ চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

