ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ৯৪৬৮ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে অনুমোদন পেয়েছেন ৮২৬০ জন ভোটার। অনুমোদিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৮৭০২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭৬৬ জন। সেই সাথে অনুমোদনের অপেক্ষায় আছেন নিবন্ধন করা ১২০৮ জন ভোটার। নির্বাচন কমিশন (ইসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটারদের সর্বশেষ নিবন্ধন অনুযায়ী এই তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে বলা হয়, এ তালিকায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপ-এর মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট হতে ভোটারগণ অবগত হবেন।

