রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গণভোটের প্রচার-প্রচারণা নিয়ে সরকারের উদ্যোগ দুঃখজনক: বদিউল আলম মজুমদার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ২৮ ডিসেম্বর ২০২৫

গণভোটের প্রচার-প্রচারণা নিয়ে সরকারের উদ্যোগ দুঃখজনক: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে প্রচার-প্রচারণা করার কথা ছিলো-তা হয়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার। এটি দুঃখজনক জানিয়ে তিনি প্রত্যাশা করেন, জনগণকে সংস্কার ও স্বৈরাচার কাঠামোর বিষয়টি পরিষ্কার করতে সরকার যথাযথ প্রচার প্রচারণা চালাতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমির কনভেনশন সেন্টারে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, মৌলিক সংস্কারের সকল নাগরিকদের মতামত দেয়ার সুযোগ হবে। আটচল্লিশটা বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/ না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে, না ভোট স্বৈরাচারি কাঠামো অব্যাহত থাকবে। 

সুজনের পক্ষ থেকে প্রস্তুতি চলেছে, শিঘ্রই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালানো হবে। সংস্কারের সুফল কি মানুষ জেনে বুঝে ভোট দিতে পারবে। গণভোটে হ্যাঁ ভোট থাকবে সংস্কারের পক্ষে আর না ভোট স্বৈরাচারি কাঠামো অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিতির প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে ঘিরে টাকার ছড়াছড়ি, মনোনয়ন বাণিজ্য ও কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে আমরা তা  জানি। কিন্তু আমরা চুপ থাকবো না। আমরা সংস্কার প্রস্তাবগুলো বারবার দাবি করে আসবো। কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই রক্তের প্রতি আমরা বিশ্বাস ঘাতকতা করতে পারিনা।

তিনি বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে থেকে গণতান্ত্রিক উত্তরণে গণভোটে অংশ নিতে হবে। কারণ গণভোট পাশ না হলে আবারও পুরনো অবস্থায় ফিরে যাবো।

বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের বিষয়ে গণভোট অর্ন্তভুক্ত, পঞ্চদশ সংশোধীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার। দূর্ভাগ্যবশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে শুনানি হলে তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করেন তিনি।

সুজনের জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়গঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।