ফাইল ছবি
আগামী দিনে কোনো ব্যক্তি নয়, সিদ্ধান্ত নিবে এ দেশের জনগণ। আগামী ৩ জানুয়ারি আট দলের ঢাকা মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে আয়োজিত মহানগরীর দায়িত্বশীলদের এই মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "আগামী দিনে কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছায় নয়, বরং এ দেশের ভাগ্য নির্ধারণে সিদ্ধান্ত নিবে এদেশের সাধারণ জনগণ।"
মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ৩ জানুয়ারির মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মহানগরীর সকল পর্যায়ের জনশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধ থেকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।
মহানগরীর এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরুদ্দিন।
এছাড়াও সভায় মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। সভায় ৩ জানুয়ারির মহাসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রেখে বিপুল লোকসমাগম নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা ২৪ এর বিপ্লবের আকাঙ্খা পূরনে দেশের শান্তি ও গণতন্ত্রের স্বার্থে সাধারণ মানুষকে ৩ জানুয়ারির মহাসমাবেশে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

