শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪০, ১২ জুলাই ২০২৫

আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোঃ স্বপন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ স্বপনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

এর আগে গতকাল রাতে আড়াইহাজারের মনোহরদী গ্রামের শীলবাড়ি বাজার থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

স্বপন আড়াইহাজারের মনোহরদী গ্রামের ধর্মের চর এলাকার রেহাজ উদ্দিনের ছেলে।

এর আগে ২০১৪ সালের ১ অক্টোবর রুবেলকে (২৫) পেয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ভিকটিম উক্ত বিবাদীদের গালিগালাজ করার প্রতিবাদ করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়া এলোপাথারীভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে বিবাদীগন ভিকটিমকে লাঠিসোটা ও লোহার রড দিয়া শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে মারপিট করে গুরুতর জখম করে ঘরের সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তিতে বাদী এবং আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উক্ত ঘটনায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।