শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে : সিনিয়র শিক্ষা সচিব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৪, ১২ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে : সিনিয়র শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না। এদেরকে নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা সর্বপ্রথম পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলে তারা দেশের স্বার্থে ভবিষ্যতে নিরলস ভাবে কাজ করে যেতে পারবে। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ও দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (অবঃ) শেখ মোঃ বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, এডভোকেট আমির হোসেন, অধ্যাপক আশরাফুজ্জামান অপু,  ব্যাংকার  জুলহাস উদ্দিন, আব্দুল করিম, সোনারগাঁ সংঘের সহ প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক সেলিম হায়দার প্রমূখ।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের আরো বলেন, সোনারগাঁয়ে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল। 

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।