বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে হাতুড়িপেটায় হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ৭ অক্টোবর ২০২৫

বন্দরে হাতুড়িপেটায় হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারইপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠকে পূর্বপরিকল্পিতভাবে আলমগীর হোসেনকে (৪৬) হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. জুয়েল (৩৬) ও সহযোগী আকিব ইবনে রাতুলকে (৩০) গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই জানায়, ৩ অক্টোবর সন্ধ্যায় বারইপাড়া এলাকায় একটি সালিশি বৈঠক চলাকালে পাওনা টাকা নিয়ে আলমগীর হোসেন ও মূল আসামি জুয়েলের মধ্যে বিরোধ দেখা দেয়। পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আলমগীরকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বন্দর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর পিবিআই দ্রুত তদন্তে নামে এবং মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও ১৮ নম্বর আসামি আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করে।

পিবিআই পুলিশ সুপার মোস্তফা কালাম রাশেদ  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল পরিকল্পনাকারী জুয়েল হত্যার পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছে। পাওনা টাকা নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।

তিনি আরও জানান, অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।