
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে মো. নয়ন নামের এক ব্যাক্তির অর্ধগলিত দু’পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের পাশে মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে একটি ড্রামের ভেতর থেকে নয়নের দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকার মো. সালামের ছেলে এবং আয়েশা বেগমের সন্তান।
পুলিশ জানায়, নিহত নয়নের দুইজন স্ত্রী রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা থানা সূত্রে জানা যায়, নয়নকে হত্যা করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা লাশটি ড্রামের মধ্যে ভরে উত্তর শিয়াচরের ঝোপে ফেলে রাখে। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, এটি একটি পরিকল্পিত হত্যা। নিহত নয়নের পারিবারিক বিরোধ, বিশেষ করে তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।