ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা পূর্বপাড়া এলাকা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফরহাদ হোসেন ইফতিকেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ফরহাদ আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাঁজবি এলাকার আব্দুর সাত্তারের ছেলে। বর্তমানে তিনি কৃষ্ণপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

